সচরাচর জমজ কলার দেখা মিললেও এক বোটায় দুই যমজ আম দেখা যায়নি। আচার্য্য হলেও সত্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের দিনমজুর জাকির মোল্যা কুড়িয়ে পেয়েছেন একটি অদ্ভুত যমজ আম।
মঙ্গলবার (২৫ মে) সকালে পার্শবর্তী মরহুম ফজলুর রহমানের বাড়িতে আম কুড়াতে গিয়ে এ যমজ আমটি পান তিনি। অদ্ভুত এ আমটি দেখতে অনেকে ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে। আগে কখনও যমজ আম দেখিনি বলে মন্তব্য করেন উৎসুক লোকজন।
জাকির মোল্যা (৪০) বলেন, ‘আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমি আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই।’ তিনি আরো বলেন, ‘যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন আসছেন। তারা এই প্রথম যমজ আম দেখলেন।’
শিক্ষক নজরুল ইসলাম (৩৫) বলেন, ‘কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনের প্রথম এই যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।’
কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় কুমার কুন্ডু বলেন, ‘এ ধরণের আম আমি আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে যমজ আম ধরতে পারে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha