আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৪:২৭ পি.এম || প্রকাশকাল : মে ১২, ২০২৪, ৩:২৯ পি.এম
নাগেশ্বরীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
আন্তর্জাতিক নার্স দিবস আজ। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী নার্স দিবস উদযাপন করা হয়।
"স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন" সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকতা, ডাঃ ইফতেখারুল ইসলাম পল্লব ও আর,এম,ও ডাঃ সাহেব আলী কেক কেটে আলোচনা সভার কার্যক্রম শুরু করেন।
নার্সিং সুপারভাইজার সুলতানা তাসনীম (নাইস) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেব আলী, ডাঃ ইফতেখারুল ইসলাম পল্লব , সিনিয়র স্টাফ নার্স দীপিকা, মোছাঃ আয়েশা খাতুন, কবিতা রানী, মোছাঃ নাজমা পারভীন, মোছাঃ নাসিমা আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha