ইতালি প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দূতাবাসের কনফারেন্স রুমে ‘প্রবাসীদের স্বার্থ ও দেশের উন্নয়ন ‘শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন রোম দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এবং প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
রোম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক খলিল বন্দুকসি, যুগ্ন আহ্বায়ক আল মাহমুদ রফিক, আলামিন খান, ওয়াসিম খান, কাইয়ুম মাদবর ও সদস্য সি এম আতাউর রহমান, মীর শাকিল, খোকন বেপারী, খন্দকার ফুয়াদ, মোহাম্মদ বিপুল, সামিউল অর্জন ও দীন মোহাম্মদ জামান সহ অনেকে।
আলোচনায় উঠে আসে প্রবাসীদের সেবার মান বৃদ্ধি ও সহজিকীকরন, বিমান ফ্লাইটে বিনা খরচে মরদেহ প্রেরণ এবং দেশে ইতালিয়ান দূতাবাসে ভিসা জটিলতা সহ প্রবাস বান্ধব সরকারের উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকার রাখার কথাও।
রোম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেন তাদের দাবী পূরণে প্রবাসীরা পেতে পারেন সুযোগ সুবিধা এবং দেশের উন্নয়নে বাড়বে প্রবাসীদের ভূমিকা।
দেশ এগিয়ে নিতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা যথার্থ থাকলে উভয় দিকেই সার্বিক উন্নয়নে হবে বলে মনে করছেন আলোচোকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha