আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৪:০৪ পি.এম || প্রকাশকাল : মে ১১, ২০২৪, ১২:৩৯ পি.এম
চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুরে স্টপেজের দাবীতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন

চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুরে স্টপেজের দাবীতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ৫:৩৮ মিনিটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু'র সভাপতিত্বে চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবীতে ফরিদপুর রেলস্টেশনস্থ ট্রেন লাইনে বর্নিত ট্রেন আটকে রেখে এবং কাফনের কাপড় পড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরে সদস্য ইকবাল হোসেন, সোহান আলী, আরিফ
শেখ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪/০৫/২০২৪ তারিখে মাদারীপুর জেলার শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী (চন্দনা কমিউটার)
ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী জনাব মো. জিল্লুল হাকিম।
এ সময় মানববান্ধবকারী জনতা ৪৮ ঘণ্টার ভিতরে কোন ফয়সালা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha