আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশকাল : মে ৯, ২০২৪, ৯:১৯ পি.এম
মাগুরার দুইটি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলায় মোট ১৭৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ভোট গণনার ফলাফলে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান এবং শ্রীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা শরিয়ত উল্লাহ হোসেন রাজন।
বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে মাগুরা সদর উপজেলার ১২০ টি কেন্দ্রে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রানা আমির ওসমান ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।
মাগুরা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবল প্রতীকের প্রার্থী মো: রবিউল ইসলাম বিজয় লাভ করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছো: সোনিয়া সুলতানা জয়ী হয়েছেন। অপরদিকে শ্রীপুর উপজেলার ৫৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ভোট গাননার ফলাফলে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা শরিয়ত উল্লাহ হোসেন রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এম এম মোতাসিম বিল্লাহ সংগ্রাম পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।
শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পূরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: বাবুল রেজা ২৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: নারগিস সুলতনা ৫১ হাজার ৪৩৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
এ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সে জন্য মাগুরায় ৬ স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচনে পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মো: মাসুদুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha