ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সকল আটটা থেকে বিকাল চার টা বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
শান্তিপূর্ণভাবে চলা এই ভোটে মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুরাদুজ্জামান দোয়াত কলম প্রতিক নিয়ে, চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী আনানারস প্রতীক নিয়ে এবং ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামচসুল আলম চৌধুরী আনারস প্রতিক নিয়ে। এই নির্বাচনে ৩০ শতাংশ বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ
।
ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান মুরাদ নির্বাচিত।
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতিক নিয়ে ২৯ হাজার ৪শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪শ ৮৫ ভোট।
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী নির্বাচিত ।
ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সামচুল আলম চৌধুরী আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সামচুল আলম চৌধুরী ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী নির্বাচিত।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার আলী আনারস প্রতিক নিয়ে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনোয়ার আলী চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫৪ ভোট।
ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম। আজ যে কারনেই তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha