সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। আহা বৃষ্টি ! ৪১ ডিগ্রি তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি ! এর চেয়ে আনন্দের খবর আর কিছুই ছিলো না কুষ্টিয়ার ভেড়ামারাবাসীর জন্য। টানা দেড়মাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে কুষ্টিযার ভেড়ামারায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা।
বুধবার (৮মে) সকালে সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে। অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিলার সাথে আজ ৮মে, বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় মেঘে ঢেকে যায় আকাশ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। ফলে শীতল অনুভব হচ্ছে মানুষের গায়ে।
দীর্ঘ প্রায় দেড় মাস তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে ভেড়ামারাবাসীর। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।
বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে। কিন্তু বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে ধুকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এদিকে অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়েও নেন অনেকেই।
টানা দেড় মাস তীব্র তাপপ্রবাহের মতো গরমে এর আগে কখনো পড়েনি। দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আগে কেউ দেখেনি। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। সারা দেশের মানুষের মতো বৃষ্টির অপেক্ষায় ছিলো ভেড়ামারা এলাকার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha