আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৯:৪৫ এ.এম || প্রকাশকাল : মে ৫, ২০২৪, ৩:৫৬ পি.এম
মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ উদ্বোধন
মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে "স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে যানবাহন চালনা প্রশিক্ষণ, বিউটিফিকেশন, ফ্রিল্যান্সিং, ও হাঁস-মুরগি পালন (আবাসিক) প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন, সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের চারটি ট্রেডের ১৪০ জন প্রশিক্ষণার্থীর নতুন শিফট উদ্বোধন ও ৬৮ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে প্রায় ৩ লাখ টাকা ভাতা বিতরণ করেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।
রবিবার দুপুরে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপ-পরিচালক মোঃ ইলিয়াসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাকিব আল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha