আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশকাল : মে ৪, ২০২৪, ৬:৩১ পি.এম
গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দাবিতে এক প্রেমিকা দুই দিন ধরে তার প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ায়।
স্হানীয় কয়েকজন জানান, নবুওছিমন্দিন পাড়ার দারোগ আলী সরদারের ছেলে সাগর সরদার ( ২৬)। পেশায় সে একজন ভেকু চালক। সম্প্রতি তিনি ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার কন্যা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুন্নী আক্তারের (১৯) সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। মুন্নি উপজেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এ বিষয়ে কলেজ ছাত্রী মুন্নি আক্তার জানান, গত চার-পাঁচ বছর ধরে সাগরের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি সাগর ইতালি যেতে ইচ্ছা পোষণ করে। এ জন্য সে আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলে। তার কথা মতো শুক্রবার সকালে আমি তাদের বাড়িতে যাই।
সাগরের বাড়িতে যখন আমি যাই, তখন সে দুই ঘন্টার মতো বাড়িতেই ছিল। এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দেয়। যে কারনে নিরুপায় হয়ে আমি আমার প্রেমিকের (সাগর) বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।
এদিকে সরেজমিনে শনিবার দুপুরে সাগরের বাড়ীতে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠানে বসে আছেন। তবে সাগরের বাড়ির লোকেরা তাদের ঘরে মেয়েটিকে আশ্রয় দেন বলে আশেপাশের লোকেরা জানান।
এ ব্যাপারে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হননি। স্হানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন প্রামানিক জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।
ছাত্রীর বড় ভাই মামুন জানান, আমার বোনের সাথে এমন ঘটনা ঘটেছে। আমি চাইনা আর কোন বোনের সাথে এমন কোন ঘটনা ঘটুক। আমি ঘটনার সুষ্ঠ সমাধান চাই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha