ফরিদপুরের বোয়ালমারীর একটি মন্দিরে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে পৌরসভার কামারগ্রামে অবস্থিত 'শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ' মন্দিরে এই চুরি সংঘটিত হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মন্দিরের সেবায়িত সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মন্দিরের সেবায়িত সুজিত রাত সাড়ে ১০টার পর মন্দিরের পাশে থাকা তার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজা করতে মন্দিরে গিয়ে দেখেন চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি করে নিয়ে গেছে।
উল্লেখ্য, ১০ নভেম্বর গ্রামটির দুটি হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। এরপর গত রাতে মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি ও মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha