আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশকাল : মে ৩, ২০২৪, ৮:৫৮ পি.এম
চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন মাহমুদা বেগম কৃক

আগামী ৮ই মে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহমুদা বেগম কৃক। তিনি এই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
শুক্রবার (৩ মে ২০২৪ ইং) তারিখে গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি নির্বাচনে বিজয়ী হতে পারলে সাধারণ মানুষের পাশে থাকবেন। সকলের উপকার করার চেষ্টা করবেন।
তিনি বলেন, আমি আমার প্রত্যাশা অনুযায়ী সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমার নেশা একমাত্র সমাজ সেবা। তাই ব্যক্তিগত কোন উন্নয়ন নয় মানুষের উন্নয়নে কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মধুখালী উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha