ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে একটি বাজারে আগুন লেগে ও চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা বাজারে এ অগ্নিকাণ্ডোর ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতায় দোকানে আগুন লাগানো হয়েছে।
এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের চারটি দোকান সম্পূর্ণ বশীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, বাবলু মাতবর, রিয়াদ ও আলমগীর হোসেন।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মত বুধবার রাত ১০টায় বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ রাত দেড়টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে।
ক্ষতিগ্রস্ত রিয়াদ হোসেন বলেন, ঘটনার দিন দোকান বন্ধ করে পাশেই আমার বসত ঘরে ঘুমিয়ে পড়ি। রাত বারোটার দিকে একই গ্রামের খলিল করিকরের ছেলে কালু কারিকর ও ছরো শেখের ছেলে অনিক শেখ অনেক রাতে আমাকে ডেকে ঘুম থেকে তোলে দোকান খুলে সিগারেট দিতে বলে। আমি এত রাতে সিগারেট বিক্রি না করায় ওরা দুজন যাবার সময় আমাকে বলে যায় সিগারেট দিলিনা একটু পরেই মজা বুঝবে। মজা দেখাবো। তার কিছুক্ষণ পরই আমরা আগুন দেখতে পাই।
কালু করিকর ও অনিক শেখের বাড়ীতে কাউকে পাওয়া যায়নি।
নগরকান্দা ফায়ার স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গভীর রাতে খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। কিভাবে আগুন লেগেছে, তা এখনো বুঝতে পারিনি। ক্ষতিগ্রস্তরা যে অভিযোগ করছে সেটা তদন্ত না করে বলা যাবে না।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha