আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৯:৪৭ এ.এম || প্রকাশকাল : মে ২, ২০২৪, ৯:৪২ পি.এম
মাগুরায় চুরি যাওয়া ১০২টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করে হস্তান্তর
মাগুরায় গত জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত চুরি যাওয়া ১০২টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারণার ১ লাখ ৮৪ হাজার ৫শ টাকা, দেড় ভরি সোনাসহ ৮ জন ভিকটিমকে উদ্ধার করে ফেরত দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে চুরি যাওয়া মোবাইল ও বিকাশ প্রতারণার টাকার উদ্ধার করে ভিকটিমদের মাঝে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফিরিয়ে দেয় পুলিশ ।
পুলিশ সুপার মাগুরা, মোঃ মশিউদৌল্লাহ্ রেজা জানান, তথ্য প্রযুক্তির সময় উপযোগী প্রয়োগের মাধ্যমে এ মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ ২৪ ঘন্টা সজাগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha