আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশকাল : মে ১, ২০২৪, ১০:৩৯ এ.এম
সদরপুরে জাকের পার্টির দুই দিনের ইসলামী সম্মেলন ও বিশ্ব ফাতেহা শরীফ সমাপ্ত

ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির দুই দিনের ইসলামী সম্মেলন ও বিশ্ব ফাতেহা শরীফ সমাপ্ত হয়েছে। বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফি খাজাবাবা ফরিদপুরী (র:) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে উপজেলার বাইশরশি মিল মাঠে বিশ্ব ওলী মঞ্জিলে বিশ্ব ফাতেহা শরীফ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে দুই দিনের এ সম্মেলন শুরু হয়। বুধবার সকালে সকল মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল।
ড. সায়েম আমীর ফয়সাল এর সার্বিক তত্বাবধানে উক্ত সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ শান্তিকামী নারী পুরুষ আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জেকের-আসকার, মোরাকাবা-মোসাহেদা, ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল আশেকান জাকেরানদের মিলন মেলায় পরিনত হয়।
জাকের পার্টির মুখপাত্র শামীম হায়দার জানিয়েছেন, শান্তিকামী মানুষের জন্য বিশাল এলাকা জুড়ে আলাদা আলাদা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভক্তদের ইবাদত বন্দেগী, খাবার, বিশ্রাম, ওয়াজ নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ, জরুরী মেডিক্যাল সেবা প্রদানকারীদল, সিসি টিভিসহ নিজস্ব নিরাপত্তা টীমের পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দলকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা ছিল। আয়োজনকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে এসব দলকে ৫৮টি দপ্তরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়াও জাকের পার্টি, ২৪টি অঙ্গ সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রীফ্রন্ট একযোগে কাজ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha