ফরিদপুরে বিকাশ প্রতারকচক্র গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবি ওসি সুনীল কুমার কর্মকার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন ও পল্লীবেড়া গ্রাম থেকে ১১জন বিকাশ প্রতারক চক্র গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩২টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকতা আরো বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাধারস মানুষকে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাঙ্গা থানায় ২টি মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha