ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় লিমা আক্তার (২২) নামে এক গৃহবধুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা। মঙ্গলবার (৩০) এপ্রিল সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে লিমার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
লিমা সদর ইউনিয়নের আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেক বাবুলের বড় মেয়ে। তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। লিমার স্বামী সৌদী প্রবাসি রাশেদ মোল্যা(৩৪) জানায়, তিনি তিনমাস হলো ছুটিতে বাড়ি এসেছেন। ঘটনার দিন সকালে তার স্ত্রী মেয়েকে স্কুলে পৌছে দিতে তাকে স্কুলে পাঠায়। রাশেদ মেয়েকে স্কুলে পৌছে দিয়ে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে। কোন সারা না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে গলায় শাড়ি পেচানো অবস্থায় আড়ার সাথে ঝুলতে দেখে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের সহযোগীতায় লিমাকে দ্রæত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিতসক ডা. ফারজানা আকবর প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা শেষে গৃহবধুকে মৃত ঘোষনা করেন। ডা. ফারজানা বলেন, গৃহবধু হাসপাতালে আসার আগেই মৃত ছিল। তারা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি ময়না তদন্তের রিপোর্টের পর আসল ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
মেয়ের চাচী জিয়াসমিন ও নুরজাহান জানায় লিমা অত্যান্ত সাধারন ঘরের একটি মেয়ে, ওর বাবা প্রায় ৯ বছর পূর্বে মারা যায়। তাদের সংসারে কোন অশান্তি ছিল না। তারা জানায়, প্রায় দুই বছর যাবত বাবার বাড়িতে যাতায়াত বন্ধ ছিল লিমার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha