ফরিদপুরের চরভদ্রাসনে “সর্বজনীন পেনশন স্কিম” উদ্বুদ্ধকরন বিষয়ক কর্মশালা ও স্পট রেজিট্রেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা ও স্পট রেজিট্রেশনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে পেনশন স্কিম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.
মোঃ হাফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, সমাজসেবা অফিসার জাহীদ তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তফাজ্জল হোসেন প্রমুখ।
পরে ঐ মিলনায়তনের বিভিন্ন বুথে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্য হতে পঞ্চাশ জনের অধিক মানুষ পেনশন স্কিম রেজিষ্ট্রেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।