কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের আলমাতলা (মসলেমপুর) গ্রামের ভ্যানচালক আরজেদ আলী ও তার ছেলে আনিছুর রহমানের পরিবারে যেন শোকের ছায়া। রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, লজ্জা ও ঘৃণায় এই পরিবারের সকলে যেন বাকরুদ্ধ।
অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলার আলমাতলা গ্রামে আজ (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ভ্যানচালক আরজেদ আলী স্ত্রী, সন্তান ও নাতী-নাতনী নিয়ে কোনমতে সংসার চালাতেন। কিন্তু বিপত্তি ঘটে নিজ জামাই এক সন্তানের জনক জুয়েল (৩০) ও দিনমজুর আরজেদ আলীর ছেলে আনিছুর রহমান এর স্ত্রী ১ সন্তানের জননী সুমাইয়া (২০) কে নিয়ে। ভ্যানচালক আরজেদ আলীর মেয়ে নাছিমা ও জামাই জুয়েল রাজধানী ঢাকার একটি গার্মেন্টস এ চাকরি করতো। বেশ ভালোই চলছিল তাদের সুখের সংসার।
তাদের একমাত্র ছেলে নাহিদ দৌলতপুর উপজেলার ঘোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছেলের লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার অজুহাতে জামাই জুয়েল মাঝে মাঝেই গ্রামের বাড়িতে আসার সুবাদে আলমাতলা গ্রামে তার শশুর বাড়িতে অবস্থান করতেন।
এই সুযোগে জুয়েল তার শ্যালকের স্ত্রী সুমাইয়া এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে জুয়েল ও সুমাইয়া তাদের উভয়ের শশুরবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ও পরিধেয় কাপড় চোপড়সহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে আনিছুর রহমান এর বাবা আরজেদ আলী দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
একদিকে নিজের স্ত্রী তার আপন দুলাভাই এর সাথে প্রেমের টানে বাড়ি ছাড়া, অন্যদিকে নিজের বোনের সংসার ভাঙ্গা এমন উভয় সংকটে লজ্জায়, ঘৃনায় ও টাকা-স্বর্নালংকার হারানোর শোকে পুরো পরিবারটি আজ দিশেহারা।
তাদের এই দুঃসময়ে কোন সহৃদয় ব্যাক্তি এদের সন্ধান পেয়ে থাকলে ০১৯২৪৮১৪৩৮১ ও ০১৩১৪৫১৭৪৫৬ নং এ যোগাযোগ করে এই অসহায় পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ভ্যানচালক আরজেদ আলী ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha