ইতালি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে 'কমিউনিটি মিট উইথ অ্যাম্বাসি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটিতে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণ, প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোসহ নানা বিষয়ে সহযোগিতা এবং সেবা বৃদ্ধি নিয়ে কথা বলেন প্রবাসী বাংলাদেশিরা।
সেমিনারে প্রবাসী কমিউনিটির নেতারা অংশ নেন। প্রবাসীদের সমসাময়িক নানা সমস্যা তুলে ধরে সম্ভাব্য সমাধানে দূতাবাসের সহযোগিতা চান তারা। সেমিনারে দেশটিতে অবস্থিত ইতালি দূতাবাসে ভিসা জটিলতা, প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরত পাঠাতে জটিলতাসহ নানা সমস্যার কথা উঠে আসে।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাদিউল ইসলাম হাদি এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে নেতাকর্মীরা ‘ 'কমিউনিটি মিট উইথ অ্যাম্বাসি’ সেমিনারে অংশগ্রহন করেন। এসময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ইতালি প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর জন্য আমরা দাবি জানিয়েছি। এছাড়া বেশকিছু দাবি আমরা আলোচনায় তুলে ধরেছি।
ইতালির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশ থেকে ভিসা প্রক্রিয়া সহজ করতে ইতালির বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ।’
সেমিনারে ইতালি আওয়ামী লীগ ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এসময় তারা দূতাবাসের নিয়মিত সেবা বৃদ্ধি ও বাংলা স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha