তীব্র তাপদাহে পুড়ছে দেশের পশ্চিমাঞ্চল। এ এলাকায় দিনের তাপমাত্রা প্রতিদিন প্রায় ৪২ ডিগ্রি কাছেই থাকছে। এ অবস্থায় প্রচন্ড গরমে সব শ্রেণীর মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে প্রতিদিন খেটে খাওয়া মানুষেরা বাধ্য হয়ে কাজে বের হচ্ছে। তীব্র খরায় আবাদি ফসলের ক্ষেত শুকিয়ে যাওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
তীব্র খরা থেকে বাঁচতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার দৌলতপুর এলাকার মুসল্লিরা । আজ (২৭ এপ্রিল) শনিবার সকাল ৯ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে আসপাশের কয়েকটি গ্রামের মুসল্লি বৃষ্টির জন্য আল্লাহতালার কাছে কান্নাকাটি করে মোনাজাত শেষ করেন।
এ সময় নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন, দৌলতপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ হোসাইন খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha