আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৫, ২০২৪, ১:৪৩ পি.এম
ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা। আজ বৃহস্পতিবারে শহরের চানমারির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈমান কল্যাণ ফাউন্ডেশন ও বৃহত্তর ফরিদপুর কওমি ওলামা পরিষদের উদ্যোগে এ নামাজ আদায় করা হয়।
উল্লেখ্য বেশ কয়েকদিন যাবত ফরিদপুর জেলায় তীব্র তাপ দাহে অতিষ্ঠ জনজীবন। কোনভাবেই কমছে না তাপমাত্রা । আর তা থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় উক্ত নামাজের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক মৌলানা কবির আহমেদ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া শামসুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ কামরুজ্জামান।
এরপর দুই রাকাত নামাজ, খুতবা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha