একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
শেষ দিনে এখন পর্যন্ত দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ওয়ার্কার্স পার্টির নুৎফুল নেছা খান এবং স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম।
অল্পকিছু ক্ষণের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ওবায়দুল কাদেরের নেতৃত্বে মনোনয়নপত্র জাম দিতে নির্বাচন কমিশনে (ইসি) আসবেন।
আগামীকাল (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৪ মার্চ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha