রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন ও কেক কাটার মধ্যদিয়ে এই সেবাকার্য শুরু হলো ।
নতুন সংযোজনকৃত সেবার নাম সিজারিয়ান সেকশন অপারেশন। এক যুগ আগে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হলেও নানা অজুহাতে বন্ধ ছিলো সিজারিয়ান সেকশন অপারেশন। বুধবার সকাল ১১:১০ মিনিটে এক প্রসূতি মায়ের অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্মদানের মধ্য দিয়ে সেই অবস্থার অবসান হলো।
মঙ্গলবার প্রাইমি গ্রাভিডা ফুল টার্ম প্রেগনেনসি উইথ লেস ফিটাল মুভমেন্ট নিয়ে একজন গর্ভবতী মা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার তার সফল অপারেশনের পর অপারেশন টিমের সদস্যরা কেক কেটে বাচ্চাটির ১ম জন্মদিন পালন করে।
পরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সিজারিয়ান সেকশন অপারেশন শুভ উদ্বোধন ঘোষনা করে। নবজাতকের জন্মদিন পালন ও সিজারিয়ান সেকশন অপারেশন উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুক্তাদির আরেফিন, গাইনী কনসালটেন্ট ডা. নাহিদা ইয়াসমিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. দেলোয়ার হোসাইন, ডা. তানিয়া আফরিন লাবণ্য, কালুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।