আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৩, ২০২৪, ৩:০০ পি.এম
তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন

গোপালগঞ্জ সহ দেশজুড়ে তীব্র তাপদাহ চলমান রয়েছে। গোপালগঞ্জের নিম্ন আয়ের মানুষ ও সাধারণ পথচারীদের কথা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩) এপ্রিল দুপুরে শহরের লঞ্চ ঘাট এলাকায় বোতলজাত মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। গোপালগঞ্জ এর পুলিশ সুপার আল-বেলী অফিফা উপস্থিত থেকে পানি ও স্যালাইন নিজ হাতে বিতরণ করে শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) উখিং মে, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: শফিকুল ইসলাম।
পরে পুলিশ অফিস ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট এরিয়ায় বিনামূল্যে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha