রংপুর জেলার গংগাচড়া উপজেলায় ২৬শে ডিসেম্বর ২০২১ইং তারিখে রবিবার অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৩নং বড়বিল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপ, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল হুদা, আফজালুল হক রাজু, মোহাম্মদ সেলিম সহ আরো ২জন।
২৬ শে ডিসেম্বর ২০২১ ইং তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরভাবে সারাদিন ভোটগ্রহণ চলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয় গংগাচড়া উপজেলা নির্বাচন অফিসে।
উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ঘোষণা করা হয় প্রার্থীদের ফলাফল, ফলাফল ঘোষণায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপ, ঘোষিত ফলাফল শুনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল হুদা ভোট গণনায় কারচুপি দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলাটি চলমান থাকায় রংপুর জর্জ কোর্ট নির্বাচনী ট্রাইব্যুনালে ২২ শে এপ্রিল ২০২৪ ইং তারিখে রোজ সোমবার পুনরায় ভোট গণনা শেষে শহীদ চৌধুরী দ্বীপ এর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল হুদা ৭৫৪ ভোটে বিজয় লাভ করে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111