রাজশাহীর বাঘায় চুলার আগুনে নগদ ৩ লাখ টাকা, ২টি রান্না ঘরসহ সেমিপিাঁকা ১০ ঘর পুড়ে ভস্মিভ’ত সহ ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুর সরকারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রন করেন। বাঘা ফায়ার সার্ভিসের তথ্য মতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালিকের দাবি এর চেয়ে বেশি।
মকবুল হোসেন জানান, ফায়ার সার্ভিস এর দল আসার আগে গ্রামের ্েযলাকজন আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করেও পারেনি। তবে আগুন নিয়ন্ত্রন নেওয়ার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। এতে নগদ ৩ লাখ টাকা, ২টি রান্না ঘর, ৮টি সেমিপিাঁকা ঘর পুড়ে ভস্মিভ’ত সহ ৩টি ছাগল মারা গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha