আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২২, ২০২৪, ২:৩৬ পি.এম
বালিয়াকান্দিতে মোটর সাইকেল মেকারের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী পাড়া থেকে সোমবার (২২ এপ্রিল) ভোরে নরেশ চন্দ্র বিশ্বাস (৫১) নামের এক মোটর সাইকেল মেকাররর মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করেছে স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নরেশ চন্দ্র বিশ্বাসের দুই ছেলে নিরু বিশ্বাস ও নিলয় বিশ্বাস।
নিহত নরেশ চন্দ্র বিশ্বাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা। তার বালিয়াকান্দি বাস স্ট্যান্ডে মোটর সাইকেল মেরামতের দোকান রয়েছে।
নিহত নরেশ চন্দ্র বিশ্বাসের বড় ছেলে নিরু বিশ্বাস জানান, তার বাবা রাতে তার মায়ের সাথেই ঘুমিয়ে ছিল। ভোর রাতে বাবাকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশের বাগানে বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বাবাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পাশেই একটি গাছে শাড়ি বাধাও দেখতে পান। বাবা আত্নহত্যা করেছে নাকি অন্য কোন রহস্য রয়েছে সেটা বুঝতে পারছি না।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মৃত্যুর বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha