আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ২:২৯ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২২, ২০২৪, ৯:২৯ এ.এম
উপজেলা নির্বাচন বাগাতিপাড়ায় চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মনোনয়ন জমা
নাটোরের বাগাতিপাড়ায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন প্রার্থী। রোববার (২১ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস। এদিকে এবারের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেননি বর্তমান চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক, জান্নাতুল ফেরদৌস।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সাবেক উপজেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী এবং সেলিম রেজা।
এছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও মিতা বেগম শিবলী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। এমনকি প্রার্থীরা জামানতের টাকাও জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহণ হবে ২১ মে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, এবারই প্রথম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেছেন। হাতে হাতে কোন ফরম গ্রহণ করা হয় নাই। আজ রোববার ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। আর এই শেষ দিনে এই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরও বলেন, আগামী ২১ মে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha