প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী, মামলা প্রত্যাহার এবং ওই ঘটনার সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবীতে পাবনার চাটমোহর প্রেসক্লাব শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় থানা মোড় আমতলায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কমিটির (বাপা) সদস্য এস এম মিজানুর রহমান, বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য্য, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা ডা. জাকির হোসেন, চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জু, চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহযোগী অধ্যাপক শ্রী অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, মাধ্যমিক শিক্ষক সমিতি চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তাপস রঞ্জন তলাপাত্র, চ্যানেল ২৪’র পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, চিত্রগৃহের পরিচালক আসাদুজ্জেমান সুমন, তারুণ্য আলো’র মেহেদী হাসান মিলন, চাটমোহর যুব উন্নয়ন সোসাইটির হুমায়ুন আহমেদ সজীব, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ জিয়ারুল হক শিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব, চারুশিল্পী মানিক দাস, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, সাপ্তাহিক অনাবিল সম্পাদক ইকবাল কবীর রন্জু, দৈনিক সংবাদ প্রতিনিধি এসএম মাসুদ রানা, সঙ্গীত শিল্পী দেওয়ান জামিউল ইসলাম কাবলী, নাট্যশিল্পী বিপ্লব আচার্য্য প্রমুখ।মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্ততা ঘোষণা করেন।
বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী, মামলা প্রত্যাহার এবং ওই ঘটনার সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবী ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।