কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা থেকে ইতিহাস হোসেন (২১) নামে ওই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
সে একই ইউনিয়নের মাদাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, ২০২২ সালের ৩০ জানুয়ারি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইতিহাস হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হলে তাকে আদালতে সোপর্দ করে দৌলতপুর থানা পুলিশ। পরে সে জামিনে বের হয়ে আত্মগোপনে গেলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এরই সূত্র ধরে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।