“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বিথী এর সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রেফায়েত উল হাসান প্রমুখ। ভেটেরিনারি ডা. মোঃ রবিইল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাহিদ তালুকদার ও কৃষি অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বক্তারা বেকারত্ব দূরীকরন ও প্রানীজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারী ও উদ্যোক্তা তৈরীর উপর গুরত্বারোপ করেন। পরে প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারীদের আনা বিভিন্ন জাতের প্রানী ও স্টল ঘুরে দেখার পাশাপাশি সফল উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha