আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশকাল : মে ২২, ২০২১, ৯:৪৫ পি.এম
খোকসায় রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

কুষ্টিয়ার খোকসায় খোকসা প্রেসক্লাবের আয়োজনে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনাস্তা, মিথ্যা মামলাদিয়ে হয়রানির প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
শনিবার বিকেলে খোকসা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক তমা মুন্সি, দৈনিক কুষ্টিয়া কাগজের স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি আকরাম হোসেন প্রমুখ।
বক্তাগণ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা সহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha