কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে ৮ বছর বয়সী শাহেদ আলী ও তার ফুফাত বোন তানজিদা আফরিন শেফার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ আলী জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের মো. শামীমের কন্যা। তারা মামাত ফুফাতো ভাইবোন।
শেফার বাবা শামীম জানান, তার স্ত্রী এবং মেয়ে শেফা ঈদের পরের দিন তার স্ত্রীর ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুরে মোবাইলে ফোনের মাধ্যমে খবর পাই আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে।
শাহেদ আলীর বাবা আলমগীর জানান, ঈদের পরের দিন তার বোন এবং বোনের মেয়ে শেফা তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে তার ছেলে শাহেদের সঙ্গে শেখা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুজন পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এ সময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, শাহেদ এবং শেফার বাবা এ বিষয়ে কারো প্রতি কোনো অভিযোগ না দেওয়ায় দুইজনের লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে ডুবে গিয়ে আলিফ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha