আজকের তারিখ : জানুয়ারী ৭, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৭, ২০২৪, ৭:৪২ পি.এম
কালুখালীতে দেড়শ টাকার বিরোধ, আহত ২
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনাডাঙ্গা বাজারে দেড়শ টাকা নিয়ে বোরোধে ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আজাহার মৃধা (৬০) ও তার পুত্র সাকিব মৃধা (১৭)। এরা চররাজপুর গ্ৰামের বাসিন্দা।
রতনদিয়া ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল কুদ্দুস জানায়, হরিনাডাঙ্গার সুমন শেখ একই এলাকার মাহবুব নামক এক ব্যক্তির কাছে দেড়শ টাকা পেতো। টাকা দিতে দেরি হওয়ায় মঙ্গলবার রাত ৯ টায় সুমন ও মাহবুবের বাক বিতর্ক চলছিলো। এ সময় ফজল খাঁ (৭০), তার পুত্র গফফার, জব্বার, সিরাজুল, সামসু ও উজ্জ্বল ঘটনা স্থানে এসে মাহবুবকে ধরে নিতে যায়।
এ সময় আজাহার ও সাকিব বাঁধা দিলে তাদেরকে মারপিট করে গুরুতর আহত করে। এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আজাহার ও সাকিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha