নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আকিব হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল যাত্রী অপর দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধার পরে উপজেলার বড়াইগ্রাম কালিবাড়ি এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবাং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আহত সাদির হোসেন বড়াইগ্রাম সরকারি কলেজের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী এবং জওহার হোসেন লাদেন মৌখড়া মাদরাসার আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, আকিব হাসান তার নব-বিবাহিত বোনের ফিরোনী আনতে গিয়েছিল উপজেলার ধামানিপাড়া। সেখানে সন্ধায় খাওয়া শেষে দুলাভাইয়ের নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুকে এগিয়ে দিতে আসে। তাদেরকে এগিয়ে দিয়ে ফিরে গিয়ে বোন-দুলাভাইকে নিয়ে বাড়ি ফেরার কথা।
কিন্তু বন্ধুদের নিয়ে বড়াইগ্রাম কালিবাড়ি এলাকায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও কারেন্টের পোলের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মঙ্গলবার ভোরে আকিরবে মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha