প্রথম আলো পত্রিকার জোষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তাকারীদের বিচার ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আলফাডাঙ্গা প্রেসক্লাবে আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর কবির বক্তব্য দানকালে এসব দাবি জানান।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় সত্য প্রকাশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এবং নিপীড়নমূলক বার্তা দিচ্ছে তা দেশের সংবিধান ও স্বাধীনতার চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
বক্তারা দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবিও জানান। এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫