আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৪, ২০২৪, ৮:১৩ পি.এম
তানোরে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন
সারা দেশের মতো রাজশাহী তানোর উপজেলায় ১লা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন করা হয়েছে। গত রবিবার নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে সব অশুভ আর অসুন্দরকে পেছনে ফেলে বছর ঘুরে আবারো ফিরে এসেছে পহেলা বৈশাখ।
জানা গেছে, ১লা বৈশাখ-১৪৩১ বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসন নানা কর্মসুচি গ্রহন করেন। এদিন দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। এছাড়াও বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কবিতা আবৃতি আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha