আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৩, ২০২৪, ৭:৪৬ পি.এম
মুকসুদপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি গরু পুড়ে নিঃস্ব পরিবার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রীকান্দি গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি গরু পুড়ে নিঃস্ব পরিবার।
জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রীকান্দি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে কাউছার মোল্লার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি গরু পুড়ে ঘরের মধ্যে মারা যায় । এ সময় একই ঘরে থাকা অন্য দুটি গরু অনেক অংশ পুড়ে গেলেও প্রানে বেঁচে যায়।
কাওছার মোল্লার স্ত্রী বলেন, প্রতিদিনের মতো আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২ টার দিকে আগুনের ধোঁয়া ও গরুর ডাকে ঘুম ভাঙ্গলে দরজা খোলার চেষ্টা করে দেখি বাহির হতে শিকল দিয়ে রেখেছে। আমাদের বসত ঘরের দরজার বাহিরে শিকল দিয়ে রেখে গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। আমার দুটি গরু পুড়ে মারা গেছে, বাকি দুটি গরু বেঁচে গেলেও অনেকটা পুড়ে গিয়েছে। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি করে আমাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। প্রসাশনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha