সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাঁকে নিপীড়নের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে নগরকান্দা কর্মরত সাংবাদিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে হেনস্থা করা, তাঁর সাথে ন্যাক্কারজনক আচরণ ও নিপীড়ণ এবং আটক করে কারাগারে নিক্ষেপ করার ঘটনায় দেশের গোটা সাংবাদিক সমাজ স্তম্ভিত। আজকের মধ্যে তাঁর মুক্তি দাবি করেন অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫