গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র পক্ষ থেকে সাংবাদিকদের ঈদ উপহার বিতরন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাব জিপিসি'র হলরুমে ক্লাবের তালিকাভুক্ত সদস্যদের এ উপহার বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু ও সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন উপস্থিত সাংবাদিকদের হাতে ঈদ উপহার (পাঞ্জাবি) তুলে দিয়ে ঈদের অগ্ৰীম শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সিনিয়র সাংবাদিক শৈলেন মজুমদার, জিপিসি ক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ, ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আনিচুল ইসলাম জার্মান, মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি রাতুল হাসান, সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান, দৈনিক আজকের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম (লিমন), সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।