বার্মিজ চাকুসহ আব্দুল আহাদ (২৪) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতয়ালী পুলিশ। আটক আহাদ সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিশনপাড়া আব্দুল আজিজের ছেলে।
যশোর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর (এস আই) আব্দুর রাজ্জাক জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন সূত্রে জানতে পারেন ভেকুটিয়া বাজারে তিন রাস্তার মোড়ে উঠতি বয়সী কয়েক যুবক এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।
এমন সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে আহাদকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।