আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৮:১৬ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৮, ২০২৪, ৯:৫৮ পি.এম
হাওর নদীর অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে যা যা করা দরকার তাই করা হবে

কুষ্টিয়ার খোকসায় সিরাজপুর হাওড়া নদীর অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে, পুনরায় নদীর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং জনগণের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোঃ নুরুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে তিনি গড়াই নদী ও সিরাজপুর হাওরের পরিদর্শন করেন। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, খোকসার কৃতি সন্তান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, সিরাজপুর পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার সুধি ও সাংবাদিকগন।
এই সময় এলাকাবাসী হাওর নদীর অভিশাপ থেকে এলাকাবাসীকে মুক্ত করতে দাবি জানান, জনগণের দাবির মুখে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলাকাবাসীদের আশ্বাস দেন যত দ্রুত সম্ভব এই নদীর পুরাতন গৌরব ফিরিয়ে আনা জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে, তিনি এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য খোকসার হাওর নদী এক সময় রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা জেলার এর মধ্যে একমাত্র যোগাযোগের ব্যবস্থা ছিল। কিন্তু ১৯৯৭ সালে নদীর মুখে সুইসগেট নির্মাণ করার পর থেকেই এই নদীর নব্যতা কমতে থাকে বর্তমান নদীটি একেবারে শুকিয়ে গেছে এলাকাবাসী এই নদী এখন অভিশাপ পরিণত হয়েছে তাই এলাকাবাসীর দাবি জরুরিভাবে নদীটি খনন করা হোক এবং নদীর মাথায় যে সুইচ গেটটি নির্মাণ করা হয়েছে তা ভেঙে দিয়ে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha