কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন দিনমজুরের বসতবাড়ি। সোমবার (৮ এপ্রিল) ভোরে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হোসেনাবাদ গড়ের পাড়া এলাকার দিনমজুর শরীফুল ইসলামের বাড়ির রান্নাঘরে সোমবার ভোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মিঠুন হোসেন ও সেন্টু হোসেনে নামের আরও দুই দিনমজুরের বাড়িতে। এ ঘটনায় তিন পরিবারের প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ মিঠুন হোসেনের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছইু নাই। ঈদের জন্য যা কেনা-কাটা করছিলাম সব পুড়ে গেছে। আমাদের সব শেষ এইকথা বলে পোড়া বাড়িতে বসে বিলাপ করতে দেখা গেছে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরগুলো টিন ও বাঁশ দিয়ে তৈরি ছিল, পরিবার তিনটি খুবই দরিদ্র। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের দিন কাটাতে হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম, ‘অগ্নিকান্ডে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনটি পরিবারের টিনের তৈরি ঘর ও ব্যবহারের জিনিসপত্র পুড়ে গেছে। পরিবার তিনটি খুব অসহায় বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।