আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৮, ২০২৪, ১০:২৭ এ.এম
মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা আধুনিক মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ।
উপজেলার ১ হাজার অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ও পবিত্র ঈদ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ১ হাজার ২শত শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha