আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৪, ৬:২২ পি.এম
তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখল

রাজশাহীর তানোরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ভাড়াটিয়া বহিরাগত দেশীয় অস্ত্র লাঠিয়াল বাহিনী দিয়ে রাঁতের আধাঁরে ফসলি জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত, ৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন গভীর রাঁতে ইলামদহী গ্রামের বাসিন্দা ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী ইসরাইল হোসেন ও তার নাতী ইউপি স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত লাঠিয়াল বাহিনী গভীর রাতে ফসলী জমি জবরদখল করেছে।
এ সময় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অথচ ওই সম্পত্তির ওপর আদালতের ১৪৪ ধারা বলবত রয়েছে। যাহার মামলা নম্বর জেলা রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। মামলা নং- ১২৯১ পি/২০২২ (ফললোর) বাসায় ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারা।
স্থানীয়রা জানান, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-৯৩, ইলামদহী মৌজায়, দাগ নম্বর ২৭১, শ্রেণী, পরিমান ৮৬ শতক। উক্ত সম্পত্তির মালিক ইলামদহী গ্রামের প্রয়াত লাহার সরদারের পুত্র আব্বাস আলী। উক্ত সম্পত্তি তাদের কাছে থেকে ক্রয় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের পুত্র ইসমাইল হোসেন বিশ্বাস।
তিনি বিভিন্ন সময়ে তিনটি দলিলের মাধ্যমে এসব সম্পত্তি ক্রয় করেন। যাহার দলিল নম্বর- ৪৪৬১ তারিখ ১৭/৭/৮৬, দলিল নম্বর ৩৭৪৪ তারিখ ৪/৩/৮৭ ও দলিল নম্বর ৩২৭৬ তারিখ ৫/৬/৮৮ ইং। তবে ইসমাইল হোসেনের বাড়ী অন্য জেলায় বিধায় তিনি এসব জমি স্থানীয় কৃষকদের কাছে বর্গা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের একাংশের সভাপতি হাজি ইসরাইল হোসেন জাল দলিল সৃস্টি ও প্রভাব বিস্তার করে গভীর রাতে এসব জমি জবর দখল করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাজী ইসরাইল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি খাজনা-খারিজ মুলে এসব জমি ক্রয় করেছেন।
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, এসব তার কেনা জমি, তাছাড়া কাগজ যার জমি তার। কিন্ত্ত হাজী ইসরাইল ও তার নাতি সুফিয়ান বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করেছেন। এ ঘটনায় তো আগে তাদের শাস্তি হওয়া উচিৎ।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ দুপক্ষের উপর পসিকিউশন কাটা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha