আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৪, ৫:৪২ পি.এম
কালবৈশাখির তাণ্ডবে হাতিয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান।ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা। রবিবার দুপুর ১২টার দিকে কালবৈশাখি ঝড়টি আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে তীব্র বাতাস ও বজ্রপাতসহ কালবৈশাখি আঘাত হানে উপকূলীয় জেলা হাতিয়ায়। ঝড়ে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিকবাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার টিনশেড একটি ঘর উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেডের একটি ভবন বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙে পড়েছে।
সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বরে আমাদের মাদরাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণিকক্ষ ছিল, যেখানে পাঠদান কার্যক্রম চালানো হতো।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখিতে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদরাসাসহ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha