আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৪, ৩:৪২ পি.এম
গোপালগঞ্জে পুলিশের দেওয়া ঈদ সামগ্রী পেয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ

গোপালগঞ্জে পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও কর্তব্য অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ৭ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাল, সেমাই, চিনি, কিচমিচ, গুঁড়াদুধ, সয়াবিন তৈল, নুডুলস, লবণ, আলু, পিঁয়াজ, রসুন সহ ঈদ আয়োজনের রান্নায় ব্যবহার্য অন্যান্য প্রয়োজনীয় পণ্য।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণ শেষে পুলিশের কর্মকর্তারা তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে ফটোসেশন এ অংশগ্রহণ করেন। এসময় তৃতীয় লিঙ্গের অনেকেই পুলিশের এই মানবিক কর্মকাণ্ডের প্রসংশা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha