আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৫:৫৯ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৪, ১০:২২ এ.এম
খোকসা ফ্রিল্যান্সিং কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার ফ্রিল্যান্সিং কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে পল্লী নেটওয়ার্ক, খোকসা ফ্রিল্যান্সিং কমিউনিটি ও নেটসফট এর আয়োজনে ২৬ রমজান শনিবার ফ্রিল্যান্সিং সদস্যদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্বাগতম বক্তব্য রাখেন পল্লী নেটওয়ার্ক গ্রুপের চেয়ারম্যান মাহমুদ মিশন, নেটেশপ এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেদ, মাজেদুল ইসলাম মাজেদ, মাহবুবুল আলম অভি ও সায়েম হোসেন সুজন প্রমূখ।
বক্তাগণ ফ্রিল্যান্সিং এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামীতে বেকার যুব সমাজকে নিয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবু দাউদ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha