আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৫, ২০২৪, ৫:৫৯ পি.এম
তানোরে মাদক কারবারি আাটক

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ(মাদকদ্রব্য) একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম শাকিল আহম্মেদ(২৫)। তার বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে, গোপন সংবাদের ভিত্তিতে এবং ওসি আব্দুর রহিমের দিকনির্দেশনায়। এদিন এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কলমা ইউপির দরগাডাঙ্গা শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করেন শাকিল আহমেদকে।
এসময় মাদক কারবারি শাকিলের কাছে থেকে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে ২শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি শাকিল আহমেদ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha