অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীন।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারক রুহুল আমিন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী ও দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন ওই দুজনের জামিন পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, দুজনকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। অভিযোগপত্র দাখিল পর্যন্ত তারা জামিনে থাকবেন।
আতাউর রহমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই। আতাউরের স্ত্রী সাম্মিয়ারা কুষ্টিয়ার ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত ১১ মার্চ দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে আতাউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক নীল কমল পাল।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্মিয়ারা পারভীন তার স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। একই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে আসামি হন আতা। দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আতাউর রহমান ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদেরকে বিচারক ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।
কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ তাদের পক্ষে জামিন আবেদন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha